টার্ম পেপার pdf download | টার্ম পেপার তৈরির নিয়ম
টার্ম পেপার pdf download - জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক কোর্সে টার্ম পেপার / মৌখিক পরীক্ষা/ মাঠ কর্ম পরীক্ষার উল্লেখ রয়েছে। আমাদের মধ্যে এমন অনেক পরীক্ষার্থী আছে যারা টার্ম পেপার কিভাবে তৈরি করতে হয় সেটা জানেন না।
তাদের জন্য আজকের এই পোস্টটি আমি তৈরি করব। আপনারা যদি এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে আশাকরি, টার্ম পেপার লিখতে আপনাদের কোন সমস্যা থাকবে না। আপনাদের যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর পেয়ে যাবেন। নিচে এর বিস্তারিত আলোচনা করা হলো। আমাদের গুগল নিউজ ফলো করুন ।
আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪
হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪
মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ ২০২৪
হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪
টার্ম পেপার কিভাবে তৈরি করতে হয়?
বন্ধুরা টার্ম পেপার করতে আমাদের কিছু নীতিমালা অনুসরণ করতে হবে। আপনারা যারা টার্ম পেপার তৈরি করতে পারেন না তারা এই নিচের নীতিমালা গুলো অনুসরণ করে তৈরি করে নিতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি নিচে কয়েকটি টার্ম পেপার তৈরি করার নীতিমালা আলোচনা করা হলো।
অনার্স ২য় বর্ষ/ ৪র্থ বর্ষ/ ডিগ্রি/ মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) শিক্ষার্থীদের টার্ম পেপার (Term Paper) কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:
টার্ম পেপার লেখার নীতিমালা:
নিচে কয়েকটি টার্ম পেপার তৈরি করার নীতিমালা আলোচনা করা হলো:
১. কমপক্ষে ৩,০০০ শব্দের লেখা হতে হবে অর্থাৎ ২৫ থেকে ৩৫ পৃষ্ঠা কমপক্ষে লিখতেই হবে ভাল নাম্বার পেতে চাইলে ৷
২. A4 সাইজের সাদা কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে ৷
৩. আকর্ষণীয় কভার পৃষ্ঠা থাকতে হবে ৷
৪. কলেজ ভেদে টার্ম পেপারের লেখা কম্পিউটার কম্পোজ বা হাতে লিখতে হবে এজন্য টার্ম পেপার লেখার আগে স্যারের সাথে পরামর্শ করবেন তবে টার্ম পেপারস হাতে লেখাই উত্তম পন্থা ৷
৫. টার্ম পেপারে মোট ৫০ নাম্বার বরাদ্ধ থাকে সুতরাং সিরিয়াসলি জানতে হবে কিভাবে একটি সুন্দর টার্ম পেপার তৈরী করা যায় ।
আরো পড়ুন - আর এফ এল গ্যাসের চুলার দাম বাংলাদেশ ২০২২
টার্ম পেপারে যা যা লিখতে হবে:
টার্ম পেপার তৈরি করার জন্য কয়েকটি বিষয় উল্লেখ করে দিতে হয়। আপনারা সহজেই টার্ম পেপার তৈরি করতে পারে সে জন্য কিছু তথ্য নিচে উপস্থাপন করে দেওয়া হল।
১.লেখকের কথা
২. তত্ত্বাবধায়কের কথা
৩. কৃতজ্ঞতা স্বীকার
৪. সূচীপত্র
৫. সার সংক্ষেপ
৬. বিষয় বিবরণ ও আলোচনা (৮-১০ টা পয়েন্ট)
৭. উপসংহার
৮. রেফারেন্স/তথ্যসূত্র
তবে আপনাদের মনে রাখতে হবে, টার্ম পেপার কারো কাছ থেকে কপি করে লেখা উচিত না। নিজের সৃজনশীলতা আর মেধাকে কাজে লাগিয়ে নিজেই এটি তৈরি করতে পারলে অনেক কিছু শেখা আর জানা যায় , আপনি টার্ম পেপার লেখার সময় ইন্টারনেট এর সাহায্য নিতে পারেন।
টার্ম পেপার pdf download
টার্ম পেপার pdf download নেই ভিডিও দেখে শিখে নিন ।
উপরে আপনাদের সুবিধার জন্য টার্ম পেপার কিভাবে লিখতে হয় সে বিষয়টি আলোচনা করে দেওয়া হয়েছে। আপনারা যারা টার্ম পেপার লেখার বিষয়টি নিয়ে চিন্তিত আছেন তারা আশা করি এই আর্টিকেল এর মাধ্যমে কিভাবে টার্ম পেপার লিখতে হয় সে বিষয়টি জানতে পারবেন এবং এর থেকে আপনারা একটু উপকৃত হবেন।
Thanks