বাচ্চাদের জন্ম নিবন্ধন করার নিয়ম ২০২৪

 বাচ্চাদের জন্ম নিবন্ধন করার নিয়ম ২০২৪ - জন্ম নিবন্ধন অথবা জন্ম সনদ পত্র জাতীয় পরিচয়পত্রের মতই দেশের সকল নাগরিকের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট বা প্রমানপত্র । 

কিন্তু অনেকেই হয়তো এটা জানেন না যে, এই জন্ম নিবন্ধন সনদ পেতে বা জন্ম নিবন্ধন করতে আপনার কি কি ডকুমেন্ট অথবা কাগজপত্র প্রয়োজন ।

তাই আজকের আলোচনাতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি, একজন বাচ্চার জন্ম নিবন্ধন করতে বা একজন বাংলাদেশির জন্যে জন্ম নিবন্ধন করতে কোন বয়সে কি ধরনের কাগজপত্র ও ডকুমেন্টস লাগবে । 

বাচ্চাদের জন্ম নিবন্ধন বা একটি নতুন জন্ম নিবন্ধন করতে কি কি দরকার বা কিভাবে করতে হয় সে বিষয়টি জানতে চান তাহলে আর্টিকেলটির শেষ পর্যন্ত পড়ুন । গুগল নিউজ দেখতে এখানে ক্লিক করুন ।

অন্য পোষ্ট -  Samsung galaxy S21 FE 5G বাংলাদেশে দাম কত 

স্যামসাং গ্যালাক্সি এস ২৩ আল্ট্রা দাম কত

ওয়ানপ্লাস 10 প্রো দাম কত বাংলাদেশে

ওয়ান প্লাস ৮ প্রো এর দাম কত বাংলাদেশে

 শাওমি রেডমি A1 এর দাম কত বাংলাদেশে 

স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রা দাম কত বাংলাদেশে

আইফোন ১৪ প্রো ম্যাক্স দাম কত

আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে | ১ ভরি সোনার দাম কত ২০২৩ বাংলাদেশে

বাচ্চাদের জন্ম নিবন্ধন করার নিয়ম ২০২৩


জন্ম নিবন্ধন কি?

জন্ম নিবন্ধন হচ্ছে একটি শিশু জন্ম গ্রহনের পর সরকারি রেজিস্টারে শিশুর যাবতীয় তথ্যাবলি অর্ন্তভুক্ত করানো । বাংলাদেশের একজন নাগরিক হিসাবে একটি নতুন জন্ম গ্রহনকারী শিশুর জাতীয়তা নিশ্চিত করার প্রথম ধাপ হচ্ছে জন্ম ‍নিবন্ধন । আর এই নিবন্ধনের ফলে রাষ্ট্র থেকে স্বীকৃতি পায় এদেশের নাগরিক হিসাবে ।

২০০৪ সালে ততকালীন সরকার জন্ম নিবন্ধন বাধ্যতা মুলক করার জন্য জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ প্রণয়ন করে । সেই আইনে বলা হয়েছে বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক।


বাচ্চাদের নতুন জন্ম নিবন্ধন করতে কি কি লাগবে

০-৪৫দিন বয়স পর্যন্ত একজন বাচ্চার জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে —

১। প্রথমে লাগবে অনলাইন কর্তিক আবেদন ফরম পূরণের প্রিন্ট কপি ।

২। বাচ্চার এক কপি পাসপোর্ট সাইজ ছবি ।

৩। জন্মস্থান ও জন্ম তারিখের প্রমাণপত্র ছাড়পত্র হিসাবে হাসপাতাল হতে প্রাপ্ত জন্ম সনদের সত্যায়িত অনুলিপি অথবা বার্থ এটেনডেন্ট এর প্রত্যয়ন পত্র বা জন্মের অন্য কোনো প্রমাণ পত্র ।

৪। অভিভাবকের ইউপি ট্যাক্স পরিশোধের ফটোকপি ।

৫। পিতা- মাতা জন্ম নিবন্ধন সনদ অনলাইন প্রিন্ট কপি

৬। পিতা- মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।

৪৫দিন - ৫ বছর বয়স পর্যন্ত একজন বাচ্চার যা প্রয়োজন


৪৫দিন - ৫ বছর বয়স পর্যন্ত একজন বাচ্চার জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে —

১। প্রথমে লাগবে অনলাইন কর্তিক আবেদন ফরম পূরণের প্রিন্ট কপি ।

২। বাচ্চার এক কপি পাসপোর্ট সাইজ ছবি ।

৩। ইপিআই কার্ডের ফটোকপি অথবা ইপিআই কর্মীর একটি প্রত্যয়ন পত্র ।

৪। অভিভাবকের ইউপি ট্যাক্স পরিশোধের ফটোকপি ।

৫। পিতা- মাতা জন্ম নিবন্ধন সনদ অনলাইন প্রিন্ট কপি

৬। পিতা- মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।

৫ বছর থেকে ঊর্ধ্বে পর্যন্ত একজন বাচ্চার যা প্রয়োজন

৫ বছর থেকে ঊর্ধ্বে পর্যন্ত একজন বাচ্চার জন্ম নিবন্ধন সনদের জন্য আবেদন করতে গেলে কি কি কাগজপত্র লাগবে —

১। প্রথমে লাগবে অনলাইন কর্তিক আবেদন ফরম পূরণের প্রিন্ট কপি ।

২। বাচ্চার এক কপি পাসপোর্ট সাইজ ছবি ।

৩।উপযুক্ত চিকিৎসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র বা সরকার কর্তৃক পরিচালিত প্রাথমিক শিক্ষা সমাপনী স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষাবোর্ড কর্তৃক এসএসসি/ এইচএসসি বা অনুরূপ পরীক্ষায় শিক্ষাগত সনদপত্র ।

৫। পিতা- মাতা জন্ম নিবন্ধন সনদ অনলাইন প্রিন্ট কপি ।

৬। পিতা- মাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ।

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

বর্তমানে আর হাতে লেখা জন্ম নিবন্ধন ফরম পূরণ করে আবেদন করা যায়না । আপনাকে অবশ্যই অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরন করতে হবে । জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুসারে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক । 

জন্ম নিবন্ধন এর জন্য অনলাইনে আবেদন লিংক

একটি নতুন জন্ম নিবন্ধন এর জন্য আপনাকে কি করতে হবে

১। শিশুর জন্মস্থান নির্ধারন ।

২ পিতা-মাতার যাবতীয় তথ্য ।

৩। স্থায়ী এবং বর্তমান ঠিকানা ।

৪। যে আবেদনটি করবে তার তথ্য

অনলাইনে জন্ম নিবন্ধন ফরমটি সফল ভাবে পুরন করে সাবমিট করলে আপনি ঐ ফরম প্রিন্ট করার অপশন পেয়ে যাবেন । এবার ঐ আবেদন ফরমটি প্রিন্ট করে উপরোক্ত সকল ডকুমেন্ট বা কাগজপত্র সহকারে আপনার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ অফিসে জমা দিবেন ।

উক্ত কাগজপত্র জমা দেওয়ার পর নির্ধারিত অফিস কতৃক যাচাই-বাছাইয়ের পর ৫ কর্ম দিবসের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হবে ।

কিভাবে জন্ম নিবন্ধন যাচাই করবেন ২০২৪

আপনি জন্ম নিবন্ধন আবেদন করার পর আপনার আবেদনের ষ্টাটাস কি সেটা দেখতে গেলে এই লিংকে গিয়ে দেখতে পারেন । 

জন্ম নিবন্ধন নিয়ে কিছু প্রশ্নত্তোর

১। প্রশ্নঃ নতুন জন্ম নিবন্ধন কোথায় করতে হয়?

উত্তরঃ জন্ম নিবন্ধন করার জন্য সকল ডকুমেন্ট বা কাগজপত্র সহকারে আপনার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ অফিসে আবেদন করতে হয় ।

২। প্রশ্নঃ নতুন জন্ম নিবন্ধন কখন করতে হয়?

উত্তরঃ একজন শিশুর জন্মের দিন থেকে ৪৫ দিন অথবা ৪৫ দিন থেকে ৫ বছরের মধ্যে জন্ম নিবন্ধন ভালো ।

৩। প্রশ্নঃ নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি ডকুমেন্ট দরকার?

উত্তরঃ একজন নবজাতকের বা শিশুর বয়স অনুসারে কাগজপত্রের প্রয়োজনীয়কা একটু ভিন্ন । আমার লেখা আর্টিকেলটি পুরাপুরি পড়লে আপনি বুঝতে পারবেন যে কি কি কাগজপত্র দরকার । সাধারনত ০-৪৫ দিনের/ ৪৫দিন-৫বছর/ ৫বছর থেকে ঊর্দ্ধে ডকুমেন্টের প্রয়োজনীয়তা কিছুটা ভিন্ন ।

৪। প্রশ্নঃ নতুন জন্ম নিবন্ধন কিভাবে করতে হয়?

উত্তরঃ নতুন জন্ম নিবন্ধন করতে হলে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে । তারপর উক্ত ফরমটি প্রিন্ট করে এবং প্রয়োজনীয় কাগজপত্র সহকারে আপনার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ অফিসে আবেদন জমা দিতে হবে ।

৫। প্রশ্নঃ নতুন জন্ম নিবন্ধন কত দিন পর পাওয়া যায়?

উত্তরঃ আপনার জমা দেওয়া কাগজপত্র জমা দেওয়ার পর নির্ধারিত অফিস কতৃক যাচাই-বাছাইয়ের পর ৫ কর্ম দিবসের মধ্যে আপনার জন্ম নিবন্ধন সনদ প্রদান করা হবে ।

বন্ধুরা আশা করি আজকের "বাচ্চাদের জন্ম নিবন্ধন করার নিয়ম ২০২৪" আলোচনা আপনাদের ভালো লেগেছে । এই রকম আনকমন এবং আপডেট সমস্ত লেখা পেতে চোখ রাখুন “আজকের আইটি ” ব্লগে ।

জন্ম নিবন্ধন যাচাই   আপডেট পোষ্ট

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url