টেলিটক এ টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২৪
টেলিটক এ টাকা ট্রান্সফার করার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আমাদের মধ্যে অনেকেই টেলিটক সিম ব্যবহার করে থাকেন। বিভিন্ন প্রয়োজনে টেলিটক সিম ব্যবহারকারীকে টাকা ট্রান্সফার করতে হয়।
এক্ষেত্রে টেলিটক সিমের ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে ব্যবহারকারীদের অবশ্যই জানতে হয়।আর আজ আমি টেলিটক সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম আলোচনা করবো।
আরো পড়ুনঃ বাটন ফোনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
আরো পড়ুন - গিয়ার সাইকেল দাম কত | সাইকেলের ছবি ও দাম ২০২৪
হাইব্রিড বাই সাইকেল | সাইকেল দাম বাংলাদেশ ২০২৪
মোটা চাকার সাইকেল দাম বাংলাদেশ ২০২৪
হিরো সাইকেলের ছবি ও দাম বাংলাদেশ ২০২৪
টেলিটক এ টাকা ট্রান্সফার করার কিছু শর্ত
টেলিটকে ব্যালেন্স ট্রান্সফার করার এই সুবিধাটি উপভোগ করার জন্য আপনার সিমের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে ও আপনাকে কিছু শর্ত অনুসরণ করতে হবেঃ
প্রথম শর্ত হলো এই সুবিধা উপভোগ করার জন্য আপনাকে টেলিটকের প্রিপেইড কাস্টমার হতে হবে।অর্থাৎ আপনার সিমটি প্রিপেইড হতে হবে।
দ্বিতীয় শর্ত হলো আপনি আপনার প্রিপেইড টেলিটক সিম হতে শুধুমাত্র অন্য যে কোনো প্রিপেইড সিমেই টাকা ট্রান্সফার করতে পারবেন।
মানে টাকা ট্রান্সফার করার ক্ষেত্রে যে সিম হতে ট্রান্সফার করবেন ও যে সিমে ট্রান্সফার করবেন উভয় সিমই প্রিপেইড হতে হবে।
তৃতীয় শর্ত হলো আপনি একবারে সর্বনিম্ন দশ টাকা ট্রান্সফার করতে পারবেন এবং একবারে সর্বোচ্চ পঞ্চাশ টাকা ট্রান্সফার করতে পারবেন।
চতুর্থ শর্ত হলো আপনি দৈনিক সর্বোচ্চ দশবার টাকা ট্রান্সফার করতে পারবেন।মানে একদিনে দশবার বা তার চেয়ে কম বার টাকা ট্রান্সফার করতে পারবেন কিন্তু এর চেয়ে বেশি বার ট্রান্সফার করতে পারবেন না।
পঞ্চম শর্ত হলো আপনি দৈনিক পাঁচশত টাকা ট্রান্সফার করতে পারবেন। মানে একদিনে পাঁচশত টাকার চেয়ে বেশি টাকা ট্রান্সফার করা যাবে না।
ষষ্ঠ শর্ত হলো প্রতি মাসে মোট এক হাজার টাকা বা তার চেয়ে কম টাকা ট্রান্সফার করতে পারবেন। তবে মাসিক এক হাজার টাকার চেয়ে বেশি টাকা ট্রান্সফার করা যাবে না।
এখন কথা হলো টেলিটকে টাকা ট্রান্সফার এই সুবিধাটি উপভোগ করবেন কিভাবে?
আরো পড়ুনঃ বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম।
টেলিটক এ টাকা ট্রান্সফার করার নিয়ম ২০২৪
প্রথমে স্টার 124 স্টার প্রেস করুন,তারপর Pin লিখে স্টার প্রেস করুন।পিন দেওয়ার সময় লক্ষণীয় বিষয় হলো আপনাকে ডিফল্ট পিন 1234 দিতে হবে।এই ডিফল্ট পিনটি পরিবর্তন করার সুযোগ নেই তাই আপনাকে এই ডিফল্ট পিনটিই ব্যবহার করতে হবে।
এবার এমাউন্ট লিখুন সর্বনিম্ন দশ টাকা ও সর্বোচ্চ পঞ্চাশ টাকা তারপর স্টার প্রেস করুন,এবার যে নাম্বারে টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটি লিখুন ও হ্যাস এ প্রেস করুন।
অর্থাৎ ডায়াল করার নিয়মটি হলো *124*Pin*Amount*Mobile Number#
আপনি শুধুমাত্র উপরে উল্লিখিত ছয়টি শর্ত অনুসরণের মাধ্যমে এভাবে ডায়াল করে টাকা ট্রান্সফার করার সুযোগ পাবেন।
আশা করি টেলিটক এ টাকা ট্রান্সফার করার নিয়ম সম্পর্কে সম্পূর্ণ জানতে পেরেছেন।