নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কত | বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত | রকেটে বিদ্যুৎ বিল চার্জ কত ২০২৫
গুগলে অনেকে জানতে চান নগদে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কত রাখে । এছাড়াও অনেকের জিজ্ঞাসা থাকে বিকাশ অথবা রকেটে বিদ্যুৎ বিল চার্জ কত করে রাখা হয় । আপনাদের জানার সুবিধার্থে আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছি নগদ, বিকাশ ও রকেটের বিদ্যুৎ বিল কত । আপনার যদি এই বিষয়গুলো জানার আগ্রহ থাকে তাহলে আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন ।
আরো পড়ুন - মেহেদি ডিজাইন ছবি সহজ ২০২৫ | ঈদের নতুন মেহেদি ডিজাইন ছবি
ওয়ালটন ফ্রিজের মূল্য তালিকা ২০২৫ | Walton Fridge Price in Bangladesh
⚡নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কত ২০২৫
প্রথমেই আসুন জেনে নেই নগদে বিদ্যুৎ বিল দেওয়ার চার্জ কত রয়েছে বর্তমানে নগদে আপনি যদি পল্লী বিদ্যুতের পোস্টপেইড বিল প্রদান করেন সে ক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুৎ বিল দিতে পারবেন ।
এছাড়া নগদ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য যে চার্জ নির্ধারণ করা হয়েছে তার নিচে তুলে ধরা হলো । তবে এই চার্জ যেকোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে ।
- ০১ টাকা - ৪০০ টাকা = ৫ টাকা
- ৪০১ টাকা - ১,৫০০ টাকা = ১০ টাকা
- ১,৫০১ টাকা - ৫,০০০ টাকা = ১৫ টাকা
- ৫,০০১ টাকা - যেকোনো পরিমাণ = ২৫ টাকা
⚡বিকাশে বিদ্যুৎ বিল চার্জ কত ২০২৫
এবার আসুন জেনে নেই বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার চার্জ কত । বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার চার্জ নিচে তুলে দেওয়া হলো ।
- ০১ - ৪০০ টাকা পর্যন্ত ৫ টাকা
- ৪০১ - ১,৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা
- ১,৫০১ - ৫,০০০ টাকা পর্যন্ত ১৫ টাকা
- ৫,০০১ - উপরে পর্যন্ত ২৫ টাকা
⚡রকেটে বিদ্যুৎ বিল চার্জ কত ২০২৫
রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার চার্জ কত ? এখন আপনাদের সাথে শেয়ার করব রকেটে বিদ্যুৎ বিল পরিশোধ করার চার্জ ।
- ১০০ টাকা - ৪০০ টাকা পর্যন্ত = ২.৫ টাকা
- ৪০১ টাকা - ১,৫০০ টাকা পর্যন্ত = ৫ টাকা
- ১,৫০১ টাকা - ৫,০০০ পর্যন্ত = ৭.৫ টাকা
- ৫,০০০ টাকার উপরে পর্যন্ত = ১২.৫ টাকা
শেষ কথা
আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করেছি নগদ ,রকেট ও বিকাশের বিদ্যুৎ বিল চার্জ কত করে রাখা হয় সেই বিষয়টি । আশা করি আজকের এই বিষয়টি আপনার একটু হলে উপকারে আসবে , যদি আপনি এই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করেন । তবে এখানে আমি যে চার্জ এর কথা উল্লেখ করেছি এগুলো যে কোন মুহূর্তে পরিবর্তিত হতে পারে ।
আরো পড়ুন - ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত ২০২৫